সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে দুইদিনব্যাপী হাঁস পালন কর্মশালার উদ্বোধনকরা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল দশটায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠে এইকর্মশালা অনুষ্ঠিত হয়।
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ এলাকা ও নদীবধৌত চরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডা. নন্দ দুলালটিকাদার ও জেলা প্রণিসম্পদক কর্মকর্তা ডা. একেএম আনোয়ারুল হক।
অনুষ্ঠানেস্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান দিপু। প্রশিক্ষণে হাঁস পালনের গুরুত্ব, নারীর ক্ষমতায়নে প্রাণিসম্পদের ভ‚মিকা, হাঁসপালন পদ্ধতি, রোগ বালাই, টিকা প্রদান ও জীবনের নিরাপত্তা বিষয়ে দিনব্যাপি কর্মশালা হয়।
যাযাদি/ এমএস