গাজীপুরের কাপাসিয়া বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকারী মুদি দোকান লিপু স্টোরের দোতলা আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলে আশপাশের দোকানে তা ছড়াতে পারেনি।
বাজারের মুদি দোকানী উত্তম সাহা জানান, কাপাসিয়া বাজারের সবচেয়ে বড় পাইকারী মুদি দোকান লিপু স্টোরের স্বত্তাধিকারী প্রদুল বর্দ্ধন প্রথম সাড়ির ১২-১৩টি ভোগ্যপণ্য কোম্পানির পরিবেশক। উপজেলার বিভিন্ন বাজারের মুদি দোকানীরা তার কাছ থেকে পাইকারী মালামাল কিনে ব্যবসা পরিচালনা করে থাকেন। গত দুদিন আগে তার দোকানের দোতলার টিনের বেড়া কেটে চুরির ঘটনা ঘটেছিল। তারপর দোকানে চুরি প্রতিরোধ করতে দোতলার টিনের বেড়ার ভিতরের দিকে গত দুদিন যাবৎ গ্রিল স্থাপনের কাজ চলমান ছিল। ধারণা করা হচ্ছে সেই গ্রিল ঝালাই কালে কোন স্ফুলিঙ্গ ছিটকে গিয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনস্পেক্টর মো. মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে তারা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
যাযাদি/ এসএম