হবিগঞ্জের মাধবপুর উপজেলার যুবলীগের সদস্য ও বাঘাসুরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম বাচ্চুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইখলা গ্রামের মিয়াধন মিয়ার ছেলে এবং মাধবপুর থানার এ.এস.আই.মামুন শনিবার ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান তার বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্টসহ বর্তমান সরকারকে অস্থিতর করার অভিযোগ রয়েছে। তাকে হবিগঞ্জ কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
যাযাদি/ এসএম