বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৯
কুষ্টিয়ায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। আজ রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলার নন্দলালপুরে একটি আমগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বাধীন হোসেনের (২৪) মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বাধীন হোসেন নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে ও সে পেশায় সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমগাছের ডালে স্বাধীন হোসেন ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

এসময় এলাকাবাসী আরও বলেন, এ আগে স্বাধীন সড়ক দুর্ঘটনায় আহত হন, তার পর থেকে সে অসুস্থ ছিলো।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, সকালে একজন নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে