বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দিনের শালিস রাতে! প্রতিবাদ করায় যুবককে পেটাল চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ১৬:৩০
আপডেট  : ২০ এপ্রিল ২০২৫, ১৬:৩৩
দিনের শালিস রাতে! প্রতিবাদ করায় যুবককে পেটাল চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গ
ছবি: যায়যায়দিন

দিনের বিচার-শালিস রাতে কেন? প্রতিবাদ করায় মোনা শাহ নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমানের লোকজন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোর্ডবাজার এলাকায়।

স্থানীয়রা জানান, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান দীর্ঘদিন থেকে মহিলা সংক্রান্ত বিচার সালিশগুলো রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে বিচার সালিশ করেন। ওই রাতে তেঁতুলতলা এলাকায় স্বামী স্ত্রীর বিরোধের বিচার তিনি রাত ২টায় করতে যান। বিচার শালিস থেকে ফেরার পথে মোনা শাহ নামের এক যুবক চেয়ারম্যানকে বলেন, দিনের বিচার রাতে কেন? এভাবে প্রতিবাদ করায় চেয়ারম্যানের ভাই ভাতিজা সহ তার লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় বোড বাজারে মোনা শাহকে বেদম প্রহার শুরু করে। এ সময় বাজারের লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যাওয়ার সময় চেয়ারম্যানের ভাতিজা রাহিসহ দুইটি মোটরসাইকেল আটক করে ইউপি কার্যালয়ে তালা দিয়ে রাখেন উত্তেজিত জনতা। চেয়ারম্যানের এরুপ কর্মকাণ্ডের প্রতিবাদে শত শত জনতা ছুটে এসে রাত বারোটা পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ করতে থাকে। ডোমার থানা ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক পর্যায়ে ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, কেতকীবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিব হাসান প্রধান ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা আশিকুর রহমান তীব্র নিন্দা প্রকাশ করে ওই ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে রাহিকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেন। আহত মোনা শাহ বলেন, দীর্ঘদিন থেকে কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহিলা সংক্রান্ত বিচার গুলি গভীর রাতে করেন। দিনের বিচার রাতে কেন এভাবে প্রতিবাদ করায় তিনি ক্ষিপ্ত হয়ে তার ভাই ভাতিজা সহ তার বাহিনী দিয়ে বোর্ডবাজারে প্রকাশ্যে সাইকেলের চেইন, রড, লাঠি দিয়ে আমাকে বেদম প্রহার শুরু করে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে