শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সাঁথিয়ায় মামলার বাদীর বাড়িতে হামলা ও ভাংচুর, ফোন ধরেননি ওসি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ১৭:৪২
সাঁথিয়ায় মামলার বাদীর বাড়িতে হামলা ও ভাংচুর, ফোন ধরেননি ওসি
ছবি: যায়যায়দিন

পাবনার সাঁথিয়া উপজেলার পৌর এলাকার আফতাবনগর (ছেঁচানিয়া) গ্রামে হাইকোর্টের মামলার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিপক্ষ বাচ্চুর নেতৃত্বে একদল লোক বাদীর বাড়িতে চড়াও হয়ে তার চাচার বসতঘর মালামালসহ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২০ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাঁথিয়া উপজেলার আফতাবনগর গ্রামের মৃত ঝোমর প্রাং মেয়ে নূরজাহান তার অংশের সাড়ে ১২ শতাংশ জমি গোপনে একই গ্রামের কালু গং এর কাছে বিক্রি করে। ঝোমর প্রাং এর নাতি বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামের বাসিন্দা এ কে এম রইজ উদ্দিন পাবনা সাব জজ আদালতে প্রিয়েমশন মামলা দায়ের করেন। তিনি অসুস্থ হলে মামলা পরিচালনার জন্য তার জ্যোষ্ঠ পুত্র মোঃ শফিউল আযম আলতুকে পাওয়ার অফ এটর্নি প্রাদান করেন।

মামলাটি বর্তমানে মাহামান্য হাইকোর্টে বিচারাধীন রয়েছে। গত ১৯ এপ্রিল শনিবার সকাল ১১ টায় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সঙ্গে সাক্ষাত করে তাকে হাইকোর্টের মামলার ইনফরমেশন স্লিপ দেয়া হয়। থানা থেকে বের হওয়ার সময় দেখা যায় বাচ্চু থানার গেইটে দাঁড়িয়ে আছে।

২০ এপ্রিল রোববার বাচ্চুর নেতৃত্বে সকাল ১০ থেকে দুপুর ১২টা পযর্ন্ত দুই ঘন্টা ব্যপী ব্যাপক ভাংচুর ও লুটপাট চলে। এসময় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনেক বার ফোন দেয়া হয়। ফোনে রিং হলেও তিনি রিসিভ করেননি। এদিকে দুপুর পৌনে দুটার সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে