সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরছান্দিয়া গ্রাম থেকে অবৈধ অস্ত্র সহ মিজানুর রহমান নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ রোববার (২০ এপ্রিল) ভোর ৪টায় ওই গ্রামের লন্ডনিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে দক্ষিণ চরছান্দিয়া গ্রামের মৃত আবদুল হালিমের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের নাছির উদ্দীন লন্ডনির বাড়ি থেকে মিজানকে আটক করা হলে তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত ৩টায় যৌথবাহিনি অভিযান পরিচালনা করে ঘর থেকে একটি এলজি এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়। সে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ইনট্রেক প্রোপার্টিজের চেয়ারম্যান ফখরুল ইসলাম লন্ডনির ছোট ভাই। মিজান দীর্ঘ দিন পতিত চরছান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোশাররফ হোসেন মিলনের বিশ্বস্ত সংঙ্গী ছিলেন ।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ যৌথবাহিনির অভিযানে যুবলীগ নেতা মিজানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।