বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ১৮:৫০
আপডেট  : ২০ এপ্রিল ২০২৫, ১৮:৫১
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল বুধবার কলেজের হলরুমে ঈদ পুনর্মিলনী ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী। তিনি তার বক্তব্যে বলেন, "প্রাক্তন শিক্ষার্থীদের সাথে পুনর্মিলন আমাদের জন্য গর্বের বিষয়। তাদের সাফল্য এই প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা।"

তিনি আরও বলেন, অনুষ্ঠানটি আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামী বছর আরও বড় পরিসরে ঈদ পুনর্মিলনীর আশাবাদ ব্যক্ত করেন।

স্মৃতিচারণ ও কলেজের বর্তমান অবস্থা নিয়ে আলোচনায় অংশ নেন প্রভাষক আবু রেজা, হারুন অর রশিদ উজ্জল এবং রফিকুজ্জামান মানিক। এ সময় উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, জিহাদ, রোখশানা পারভিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে