ঘুষ নেওয়ার সময় দিনাজপুরের হাকিমপুরে (হিলি) অমর ফারুখ (৩০) নামের এক ভূয়া পুলিশকে আটক করেছে থানা পুলিশ। রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বাগডোর ইয়াসিনা দাখিল মাদ্রাসায় পুলিশ পরিচয়ে ঘুষ নেয়। এসময় স্থানীয়রা ভূয়া পুলিশ বুঝতে পেরে তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃত ভূয়া পুলিশ অমর ফারুখ দিনাজপুর সদর থানার আমিন উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা বলেন, আজ দুপুরে উপজেলার বাগডোর ইয়াসিনা দাখিল মাদ্রাসা থেকে ফোন আসে, পুলিশ পরিচয়ে একজন তারা আটক করে রেখেছে। সংবাদ পেয়ে অফিসার ফোর্স পাঠায় এবং তাকে আটক করে থানায় আনা হয়েছে। সে আমাদের কোন পুলিশ সদস্য না। আসামি ভূয়া পুলিশ পরিচয় দিয়ে ঐ মাদ্রাসার একজন শিক্ষকের নিকট ৩ হাজার টাকা ঘুষ নিয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।