বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ২১:০২
কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম (৩১) কে গ্রেপ্তার করেছে কটিয়াদী থানা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ থানায় প্রেরণ করা হয়।

নাঈম উপজেলা জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের জসিম উদ্দিনের বড় ছেলে।

জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে কটিয়াদী থেকে বাড়ি ফেরার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বদরুল আলম নাঈমকে গ্রেপ্তার করে কটিয়াদী মডেল থানার পুলিশ। রাতেই তাকে কিশোরগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়। বদরুল আলম নাঈম বিলুপ্ত হওয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

তিনি সামাজিক সংগঠন রক্তদান সমিতির সমন্বয়ক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, কিশোরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারের পর নাঈম নিজেই তার ফেসবুক আইডিতে লেখেন ‘কোন মামলা ছাড়াই আমাকে গ্রেপ্তার করা হলো, আল্লাহ ভরসা’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে