টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে স্বাধীন কমপ্লেক্সে শনিবার (১৯ এপ্রিল) বৈশাখী বৈকালের প্রথম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
জলিল আকন্দের সভাপতিত্বে এবং হারুন অর রশিদের সঞ্চালনায় অতিথি ছিলেন কবি আবদুল হালীম খাঁ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, শাহজাহান মিয়া, কবি সাইফুল ইসলাম, চাঁন মাহমুদ, আব্দুল হাকিম, অধ্যাপক এমএ বাছেদ, অধ্যাপক আখতার হোসেন খান, ছড়াকার মামুন তরফদার, আঞ্জুয়ারা ময়না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ছারোয়ার লাভলু।
সাহিত্যের দ্বিতীয় আড্ডা আগামী ১ মে বৃহস্পতিবার বিকেল ৩.৩০ মিনিটে। আসর থেকে কবিদের আমন্ত্রণ জানানো হয়েছে।