গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুল্লাহ খান-কে। একই সময় নবনিযুক্ত ইউএনও রিফাত আরা মৌরি-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুধীজনসহ গৌরনদী ডায়গনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন। তিনি বিদায়ী ইউএনও-র কর্মনিষ্ঠা, সততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
বিদায়ী ইউএনও আবদুল্লাহ খান আবেগভরে বলেন, “গৌরনদী শুধু একটি কর্মস্থল নয়, এটি আমার ভালোবাসার জায়গা হয়ে উঠেছে। এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমি আজীবন স্মরণে রাখব।”
নবাগত ইউএনও রিফাত আরা মৌরি তাঁর বক্তব্যে বলেন, “গৌরনদীর উন্নয়ন ও জনসেবায় আমি আন্তরিকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের অংশগ্রহণকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই।”
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও-কে ফুল, ক্রেস্ট ও স্মারকের মাধ্যমে সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়।