আত্ম কর্মসংস্থানের মাধ্যমে সদস্যদের অর্থ-সামাজিক অবস্থা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা মহিলা সমিতি লিমিটেড-এর আত্মপ্রকাশ ঘটেছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে ধরলা মহিলা সমিতি লিমিটেড-এর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে সুপ্রিম এশিয়া প্রকল্প ও ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর আয়োজনে ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ ও রিসোর্স সেন্টারের সম্মেলন কক্ষে ধরলা মহিলা সমবায় সমিতি (পেক্স বডি) এর কার্যনির্বাহী কমিটির গঠন সভা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম, বিশেষ অতিথি উপজেলা সমবায় কর্মকর্তা বিদু ভূষণ রায়, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা পল্লী উন্নয় কর্মকর্তা উম্মে কুলছুল, ফুলবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার রাশেদুল ইসলাম প্রামাণিক, ধরলা মহিলা সমিতির নব নির্বাচিত সভাপতি শাহিনুর খাতুন প্রমূখ।
আলোচনা সভায় সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ্এ, কে, এম মাহফুজ আলমের সঞ্চালনায় ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রজেক্ট ও সুপ্রিম এশিয়া প্রকল্পের সার্বিক দিক, ধরলা মহিলা সমিতি লিমিটেড-এর লক্ষ্য ও বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করাসহ সদস্যদের বিভিন্ন প্রশ্নের তাৎপর্যপূর্ণ উত্তর তুলে ধরেন সুপ্রিম এশিয়া প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা ছাবেদ আলী ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কো-অপারেটিভ ডেভলবমেন্ট অফিসার বাবলু খন্দকার।
আলোচনা সভা শেষে ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর ১৪০ জন নারী সদস্যদের ভোটে নির্বাচিত ধরলা মহিলা সমিতি লিমিটেড-এর ১২ জন কার্যনির্বাহী সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের অতিথিরা। এ কর্মসূচীতে কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে দুপুরের খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটে।
যাযাদি/ এসএম