বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠ মিস্ত্রির

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ১৫:৫৯
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠ মিস্ত্রির
ছবি: যায়যায়দিন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রিী আব্দুল্লাহ আল মামুন (৩০) এর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২১এ প্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কালিয়াবকরি বিশ্বাস পাড়ায় কাঠের কারখানায় কাজ করার সময় এই ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল মামুন কালিয়াবকরি বিশ্বাসপাড়া গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায় মামুন কারখানয় ইলেকট্রিক মেশিন দিয়ে কাঠ পালিশের কাজ করছিল। এসময় বিদ্যুৎতের তার ছিড়ে মেশিন টি বিদ্যুৎতায়িত হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেছি এখনো কোন অভিযোগ হয়নি অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে