বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা ও রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে শিবালয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে সোমবার কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদল নেতা খন্দকার শিহাব আহমেদ, রবিন খান, নীরব রাজ্জাক, হৃদয় আহমেদ, মোরসালিন তুষার, নাঈম শেখ প্রমুখ ।
এ সময় বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এছাড়া, ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে বলেও তারা দাবি করেন।