দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মজুদকৃত আলু সরিয়ে নেওয়া হয়েছে। গত ১৭ ও ১৮ এপ্রিল "বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলু মজুদ, পাঠদান ছাড়াই বাড়ি ফিরছে শিক্ষার্থীরা" শিরোনামে বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসন ও শিক্ষা বিভাগের নজরে আসে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (২১ এপ্রিল) সকালে গিয়ে দেখা যায়, ওই দুই শ্রেণীকক্ষ থেকে মজুতকৃত আলু সরিয়ে ক্লাস করার উপযোগী করা হয়েছে। এতে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। ফলে সন্তুষ্ট অভিভাবক ও শিক্ষার্থীরা।
ফরিদ ইসলাম, সৌরভ রায়, তাজকিয়া মিমসহ একাধিক শিক্ষার্থী জানায়, “গত কয়েকদিন আমাদের শ্রেণিকক্ষে আলু রাখায় ক্লাসে বসার জায়গা ছিল না। ফলে ক্লাস ব্যাহত হচ্ছিলো। শ্রেণীকক্ষ ক্লাস করার জন্য উপযোগী হওয়ায় এখন ক্লাস করতে পারছি। সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই, যিনি বিষয়টি তুলে ধরেছেন।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, শিক্ষার্থীদের ক্লাসের পরিবেশ নষ্ট করে শ্রেণিকক্ষে কোনো ধরনের জিনিসপত্র মজুত করা যাবে না। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়। এ ধরনের ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে