বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে পৌর যুবলীগের আহবায়ক হায়দার কাজী গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৫, ১৯:৩২
সৈয়দপুরে পৌর যুবলীগের আহবায়ক হায়দার কাজী গ্রেপ্তার
কাজী মনোয়ার হোসেন হায়দার

নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে শহরের কাজীপাড়া এলাকা থেকে যুবলীগ সৈয়দপুর পৌর শাখার আহ্বায়ক ও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার কার্যালয় ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন নিশ্চিত করেন।

এর আগে একই মামলায় আওয়ামী মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সদস্য-সচিব সাদেকুজ্জামান মানিককে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সৈয়দপুর প্রধান ডাকঘরের সামনের চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন। গ্রেপ্তারকৃত সাদেকুজ্জামান মানিকের বাড়ি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে