বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কালিয়াকৈরে প্রতিপক্ষের উপর হামলা আহত ২ 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৫, ২১:৩৬
কালিয়াকৈরে প্রতিপক্ষের উপর হামলা আহত ২ 
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কালিয়াকৈরের তালুক শিমুলতলী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ফরহাদ হোসেন (৪৫) নামের এক প্রতিপক্ষের উপর হামলা চালিয়েছে একই গ্রামের নাজিমুদ্দিনসহ তার লোকজন।

এ ঘটনায় ফরহাদ হোসেন( ৪৫) সহ তার ভাবি শিল্পী আক্তার( ৫০) গুরুতর আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

শনিবার সকাল দশটায় কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আহত ফরহাদ হোসেন জানায় স্থানীয় নাজিমুদ্দিনের সাথে তাদের দীর্ঘদিনের পুর্ব শত্রুতা রয়েছে।

তিনি তার ফার্মেসিতে যাওয়ার পথে নাজিমুদ্দিন তার দলবলসহ তার পথ রোধ করে ফিল্মী স্টাইলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথারি ভাবে দা, লাঠি, লোহার রড দিয়ে মারাত্মক ভাবে মারপিট করে ।

এতে ফরহাদের মাথা খেটে গুরুতর রক্তাক্ত যখন হয়। পরে ফরহাদের ডাক-চিৎকারে তার ভাবী শিল্প আক্তার এগিয়ে আসলে তাকেও মারপিটসহ শ্লীলতাহানি করে নাজিম উদ্দীনসহ তার দলবল। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে নাজিম উদ্দিন তার দলবল নিয়ে পালিয়ে যান। পরে ফরহাদ ও শিল্পী আক্তারকে এলাকাবাসী উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী।

এ বিষয়ে ফরহাদ হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা লুৎফর রহমান জানান গুরুতর আহত অবস্থায় ফরহাদ নামের রোগী আমার হসপিটালে ভর্তি হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এবিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক( এস, আই) মজিবুর রহমান জানান সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ কালিয়াকৈর থানা অভিযোগ দায়ের করেছে। সরেজমিন গিয়ে তদন্ত শেষ করা হয়েছে। বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে