নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিমা ইসলাম অমিশা (১৪) নামের এক মাদ্রাসার শিক্ষার্থী শনিবার ২৬ এপ্রিল বিকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত হালিমা ইসলাম অমিশা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়ামল্লিকপুর গ্রামের কামরুল ইসলামের মেয়ে এবং হযরত খাদিজা (রা:) তাহফিজুল কোরআন ক্যাডেট মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় অবস্থিত হযরত খাদিজা (রা:) তাহফিজুল কোরআন ক্যাডেট মহিলা মাদ্রাসায় পড়ালেখা করতেন হালিমা ইসলাম। গত সোমবার ২১ এপ্রিল বিকেলে মাদ্রাসা ভবনের ছাদের উপর যায় হালিমা, ছাদের পাশ দিয়ে ৩৩ কেভি বিদ্যুতের তার ছিলো এক পর্যায়ে সে ওই তারের কাছ গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরে আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।