মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রাম থেকে জুয়া খেলার সময় ৭ জুয়ারিকে আটক করেছে পুলিশ । টঙ্গিবাড়ী উপজেলার সোনারং বাস স্ট্যান্ড এলাকা থেকে শনিবার রাত ১১টার সময় তাদের আটক করা হয়। পরে তাদেকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়।
টঙ্গীবাড়ী থানার এসআই মো. শাহ্ আলী বলেন, শনিবার রাতে ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে সোনারং বাসস্ট্যান্ড মাঠে কিছু লোক তাস দিয়া জুয়া খেলছে। পরে রাত ১১টার সময় প্রকাশ্যে অর্থ দ্বারা জুয়া খেলা অবস্থায় ৭ জনকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ হতে ৩ প্যাকেট প্লেয়িং কার্ড (তাস) ৯৫০ টাকা জব্দ করা হয়। পরে তাদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে ।