বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুতের সাব ষ্টেশনে চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ১৩:০৫
কুষ্টিয়ায় পল্লী বিদ্যুতের সাব ষ্টেশনে চুরি করতে গিয়ে চোরের মৃত্যু
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির দৌলতপুর (তারাগুনিয়া) জোনাল অফিসের আওতাধীন তারাগুনিয়া সাব-ষ্টেশনে তার পেচানো অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১ মে) সকালে তারাগুনিয়া সাগর ফিলিং ষ্টেশন সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশনে ট্রান্সফরমারের নিচে তার পেচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। স্থানীয়দের ধারনো সংঘবদ্ধ চোরেরা তার চুরি করতে এসেছিল। একজন বিদ্যুতায়িত হলে অন্যরা পালিয়ে গেছে।

পল্লী বিদ্যুৎ সমিতিরি দৌলতপুর (তারাগুনিয়া) জোনাল অফিসের ডিজিএম মনোয়ারুল ইসলাম জানান, সাব-ষ্টেশনের ট্রান্সফরমার এর সাথে কপার তার আর্থিং করা থাকে। চোরেরা সেই তার কেটে নেবার সময় একজন বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিচয় এষনও পাওয়া যায়নি। তবে, পরিচয় বের করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে