শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

তাড়াইল উপজেলা বিএনপি'র কাউন্সিল অনুষ্ঠিত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ২০:১৬
তাড়াইল উপজেলা বিএনপি'র কাউন্সিল অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। অত্র কাউন্সিলে সভাপতি পদে সারোয়ার হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি হিসেবে নির্বাচিত হন। সারোয়ার আলম ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

৩০ শে এপ্রিল বুধবার রাত আনুমানিক ৯ ঘটিকায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সর্বশেষ ২০১৬ সালে তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল হয়। উক্ত কাউন্সিলে সাইদুজ্জামান মোস্তফা সভাপতি এবং সারোয়ার হোসেন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে এ কমিটি বাতিল করে আহব্বায়ক কমিটি গঠন করা হয়। যেখানে সাইদুজ্জামান মোস্তফা কে আহব্বায়ক ও সারোয়ার হোসেন লিটন কে সিনিয়র যুগ্ম আহব্বায়ক নির্বাচিত করা হয়।

অত্র কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করে। যাদের মধ্যে শরীফ মাহমুদ শোয়েব ৩৪ ভোট, শরীফ আহমেদ আলেক ৬১ ভোট, এড. শাহরিয়ার খান ৯২ ভোট, আখলাকুল ইসলাম অংকুর ১১৫ ভোট এবং শরীফুল আলম ১৬০ পান।

উক্ত অনুষ্ঠান শুভ উদ্ধোধন ও বিজয়ীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।

সভাপতি পদ প্রার্থী সাইদুজ্জামান মোস্তফা নির্বাচনের ঠিক আগ মূহুর্তে প্রার্থীতা প্রত্যাহার করায় সারোয়ার হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

তাড়াইল উপজেলা বিএনপির আহবায়ক সাইদুজ্জামান মোস্তফা এর সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এড শাহ ওয়ারেছ উদ্দিন মামুন, আবু ওয়াহাব আকন্দ।

তাছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, সহ-সভাপতি এড জাহাংগীর মোল্লা, এড জালাল মোহাম্মদ গাউস প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে