শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ২০:১৯
আপডেট  : ০১ মে ২০২৫, ২০:২৭
ফুলবাড়ীতে বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
ছবি: যায়যায়দিন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে। ১ মে বৃহস্পতিবার সকাল ১০ থেকে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে নানা কর্মসূচীতে দিবসটি পালন করেছে।

এছাড়াও জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, জামায়াতের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, অটোরিকশা সমিতি, সিনজি সমিতি, হোটেল শ্রমিক, বিদ্যুৎ টেকনিশিয়ান শ্রমিক সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে র‌্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।

জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ-এর ব্যানারে উপজেলা রিকশা-ভ্যান, ছ-মিল, কাঠ মিস্ত্রী, কুলি শ্রমিক, কৃষি শ্রমিকসহ শ্রমিক-জনতার উদ্যোগে ফুলবাড়ী উপজেলার প্রথম শহীদ মিনার চত্ত¡রে সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর নেতৃত্ব জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ-এর নেতা ইউসুফ আলী সংগ্রামী।

ছাত্রদল ও যুবদলের উপজেলা সাবেক সভাপতি সামসুজ্জামান হাসুর নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পৃথক একটি র‌্যালী প্রদর্শণ হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে একটি বর্ণাঢ্য র‌্যালী ফুলবাড়ী উপজেলা শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কাছারীমাট কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচন্ াসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির নেতৃবর্গ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে।

উপজেলা শ্রািমকদলের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফুল হক ক্লের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপাতি আনছার আরী মিঞা, সাবে সহ-সভাপতি লোকমান হোসেন ও প্রধান আলোচক উপজেলা বিএনপির সাবেক সাধান সম্পাদক আব্দুল মান্নান মুকুল।

মঞ্চে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ নজির হোসেন, চর উন্নয়ন কমিটির আহবায়ক ডাঃ শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাাবেক সাগঠনিক সভাপাতি আবুল হোসেন সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আরাবুর রহমান পাশা, আশরাফুজ্জামান করিম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক তরুণ সংগঠক আরিফুল ইসলাম আরিফসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছা সেবক দল শ্রমিক দলসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে