শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টুঙ্গিপাড়ায় নদী ভাঙনে ১০ গ্রামের মানুষের চলাচলের রাস্তা বন্ধ

টুংগীপাড়া (গোপালগঞ্জ )প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ২০:২৭
টুঙ্গিপাড়ায় নদী ভাঙনে ১০ গ্রামের মানুষের চলাচলের রাস্তা বন্ধ
ছবি: যায়যায়দিন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের সড়াবাড়ি-চিথলীয়া সড়কটি নদী ভাঙনের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সড়কটি অন্তত ১০টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা, যা এখন ভাঙনের কবলে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের মতে, সড়াবাড়ি-চিথলীয়া সড়কটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। সম্প্রতি নদীর প্রবল স্রোতের কারণে সড়কের একাধিক অংশ ভেঙে গেছে, যার ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং পায়ে হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কোন দ্বায়ভার ই যেন নেই,যথাসময়ে নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করলে নতুন সড়কটি ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যেত না, স্থানিয়দের দাবি অতি দ্রুত সময়ে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন রোধ এবং গ্রামবাসীদের বাড়িঘর ভাঙ্গন রোধ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কটি পুনর্নির্মাণ করা হয় এবং নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

এই সংকটময় পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, সড়কটির দ্রুত মেরামত এবং নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে