বান্দরবানের থানচি উপজেলার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের অপর পক্ষে গুরুত্বরো আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমেক) তে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার( ১ লা মে) সন্ধ্যা ৫ ঘটিকার সময় উপজেলা বলিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে হিন্দু পাড়ায় এ ঘটনার ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিন্দু পাড়া নিবাসী মৃত সনজিদ পালিত ছেলে বলিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি অজিত পালিত ৩৫ সাথে একই গ্রামে অনাথ দাশের ছেলে বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুদর্শন দাশ ৫০ এর দুই গ্রুপের মধ্যে পুরোনো জমি সংক্রান্ত জের ধরে বলিপাড়া বিদ্যুৎ অফিসের সামনে সংঘর্ষ হয়।
সংঘর্ষের অজিদ পালিত মাথা গুরুত্বরো আঘাত প্রাপ্ত হয়ে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স 'র ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ( চমেক) স্থানান্তর করা হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, আহত ব্যক্তির মাথা গুরুত্বরো আঘাত হওয়া অত্র কমপ্লেক্স'র রোগ নির্নয় বা পরীক্ষা নিরিক্ষায় প্রয়োজনীয় সরজ্ঞাম না থাকায় তাকে চমেকতে স্থানান্তর করা হয়েছে।
আহত অজিদ পালিত জানান,দীর্ঘদিন থেকে অজিৎত পালিত সঙ্গে প্রতিবেশী সুদর্শন দাশের বাড়ির জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। সুদর্শন দাশ পরিবারসহ সবাই জেলা শহর বান্দরবানে বসবাস করতো।ঘটনার দিন বিকাল ৩ টার দিকে সুদর্শন দাশ তার ভাই মদন দাশ ও পরিবার সদস্য নিয়ে অজিৎতের বানানো ঘরে জোড় করে প্রবেশ করতে চাইলে বাধাঁ দেয়ার সময় দুইপক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়।
তাঁরা আরো বলেন, সুদর্শন দাশ ছেলের টিপলু দাশ ও বান্দরবান থেকে ভাড়াটিয়া বখাতে ছেলে ২জন সহ মোট ৭জন মিলে আক্রমন করেন অজিদ পালিতকে ।এতে গুরুত্বর আহত হন তিনি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, দুই পক্ষদ্বয় থানা অভিযোগ দিতে আসছিলো। আহত ব্যক্তি গুরুত্বরো মাথা আঘাতের অবস্থা কারণে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।