শরীয়তপুর নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী চামটা ইউনিয়ন শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) চামটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে চিকিৎসা সেবা কার্যক্রম।
মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকস, গাইনী, শিশু ও ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।
প্রায় ছয়শত রোগী বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এই ক্যাম্প থেকে।
ক্যাম্পের উদ্বোধন করেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী। সেক্রেটারি জেনারেল ন্যাশনাল ডক্টরস ফোরাম।
সভাপতিত্ব করেন মাওলানা কাজী আবুল বাসার, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়িয়া পূর্ব।
এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF)। আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চামটা ইউনিয়ন শাখা।
স্থানীয়রা জানান, এমন জনকল্যাণমূলক উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত সহায়ক এবং আগামী দিনগুলোতে এ ধরণের আয়োজন নিয়মিতভাবে হোক—এমনটাই প্রত্যাশা তাদের।