শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাসর ঘরেই মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০২ মে ২০২৫, ২১:৪৬
বাসর ঘরেই মৃত্যু
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নতুন বউকে নিয়ে বাসর করা হলোনা প্রধান শিক্ষক খালেকুজ্জামান ওরফে ডিউকের (৫৫)। নতুন বউকে নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইুনিয়নের আছিয়াবাজার সংলগ্ন রোশন শিমুলবাড়ী গ্রামে। নিহত স্কুল শিক্ষক এই এলাকার মরহুম আব্দুল লতিফ মাষ্টারের ছেলে। তিনি স্থানীয় রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, প্রধান শিক্ষক খালেকুজ্জামান ওরফে ডিউকের প্রথম স্ত্রী তার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাওয়ার পর আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ কয়েক বছর পর তিনি স্ত্রীর মিথ্যা মামলায় তার পক্ষে রায় পান। প্রথম স্ত্রীর দুটি সন্তান রয়েছে। মামলায় বিজয়ী হওয়ার পর সিদ্ধান্ত নেন দ্বিতীয় বিয়ে করার।

এই আলোকে বাড়ির পাশ্ববর্তী কবির মামুদ গ্রামের সজমাল হোসেনের তালাকপ্রাপ্ত মেয়ে লাবনীকে ১ লাখ ৫০ হাজার টাকার কাবিন পরিশোধ করে বিয়ে করে নিয়ে বৃহস্পতিবার নিজ বাড়িতে আসেন। মহুর্তটা ছিল বেশ আনন্দের।

কিন্তু সেই আনন্দ স্থায়ী হলোনা। নতুন বউকে নিয়ে বাসর ঘরে ঢুকে পড়লেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে