রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বিশাল একটি কাতল মাছ। শনিবার ৩ মে সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়।
জানা গেছে, জেলে জামাল প্রামাণিক ভোরে তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যায়। এসময় তার জালে জোরে একটি ধাক্কা লাগে। তখন তারা বুঝতে পারে বড় কোন মাছ আটকা পড়েছে। পরে তারা সবাই মিলে জাল পানি থেকে উঠালে বিশাল একটি কাতল মাছ দেখতে পান। এরপর তারা মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে যান।
চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘সকালে জামাল প্রামাণিক ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রির জন্য মোমিন মন্ডলের আড়তে নিয়ে আসেন। এসময় উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেই। এখন মাছটি বিক্রির জন্য মোবাইলে বড় বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করবো। কেজি প্রতি ১০০ টাকা লাভ করবো।’