রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নাজিরপুরে সাংবাদিকের ছেলেকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার

১ নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ১৫:২৫
নাজিরপুরে সাংবাদিকের ছেলেকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের ছেলে সহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে। শুক্রবার (২ মে) রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের শ্রীরামকাঠি দক্ষিণ বন্দর থেকে তাকে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহামুদ আল ফরিদ ভূঁইয়া ।

অপহরণ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক প্রধান আসামি শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে মোঃ নাঈম শেখ (৩০) ।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, নাঈম শেখের নেতৃত্বে দুইজন ছাত্রকে অপহরণ করার ফলে তাদের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি অপহরন মামলায় ওয়ারেন্ট ভুক্ত এক নম্বর আসামি হাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকে ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। শনিবার (৩ মে) নাঈম শেখ কে পিরোজপুর বিজ্ঞ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য গত ১২ই মার্চ সাংবাদিকপুত্র উৎসব মন্ডল (১৫) উপজেলার সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও বাবুল শেখের ছেলে সাজ্জাদ শেখ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয় থেকে ২০২৫ ব্যাচের এইচ,এস ,সি পরীক্ষার্থী অপহরণের শিকার হয়েছিলেন।

সাংবাদিক উথান মন্ডল এর ছেলে উৎসব মন্ডল ও বন্ধু সাজ্জাদ হোসেন এর সঙ্গে রাত আটটার দিকে মোটরসাইকেল করে পিরোজপুর যাচ্ছিল এ সময় নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল স্টিল ব্রিজের কাছ থেকে অপহরণকারীরা তাদের অজ্ঞান করে নিয়ে যায়। পরে দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে তাদের আটকে রেখে অভিভাবকদের কাছে মোবাইলে মুক্তিপণের মাধ্যমে ছাড়া পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে