রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অবৈধ বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে কাচিকাটায় মানববন্ধন

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ১৮:০০
অবৈধ বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে কাচিকাটায় মানববন্ধন
ছবি: যায়যায়দিন

অবৈধ বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে শরীয়তপুরের পদ্মার বিচ্ছিন্ন চর কাচিকাটা ইউনিয়নের বাসিন্দারা। শনিবার (৩ মে) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাচিকাটা ইউনিয়নের পদ্মার পাড়ে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে একাধিক পয়েন্টে এ মানববন্ধন আয়োজন করা হয়।

চরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও সকল কাজকর্ম বন্ধ রেখে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, জেলে সহ সকল শ্রেণী-পেশার প্রায় ১০ হাজার নারী-পুরুষ ব্যানার ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন।

এসময় মানববন্ধনকারীদের “দাবী মোদের একটাই, স্থায়ী বেড়িবাঁধ চাই”/ রক্ত লাগলে রক্ত দেব, বালু খেকোদের কবর দেব/ বানের জলে ডুবি ভাসি, শুনেছ কি আর্তনাদ? বেঁচে থাকার জন্য চাই টেকসই বেড়িবাঁধ” সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধন শেষে পদ্মার পাড়ে সংবাদ সম্মেলন করে চরের বাসিন্দারা। সংবাদ সম্মেলনে কাচিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম.এ হামিদ সরদার বলেন, কাচিকাটা ইউনিয়নটি শরীয়তপুর জেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পদ্মা নদীর মাঝখানে অবস্থিত। এ চরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বসবাস করে। বালুখেকোরা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কাচিকাটা চরটি আজ হুমকির মুখে।

পদ্মার ভাঙ্গনের চরের বাসিন্দাদের বসতবাড়ি, ফসলি জমি, সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে। তার উপর আবার প্রশাসনের পক্ষ থেকে কাচিকাটাকে বালুমহাল ঘোষণার পায়তারা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের দাবী, কাচিকাটাকে বালুমহাল ঘোষণার পায়তারা বন্ধ করতে হবে, পদ্মা নদী থেকে বৈধ হোক, অবৈধ হোক সকল প্রকার বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং কাচিকাটা ইউনিয়নের উত্তর তীর রক্ষায় টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।

আমাদের দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে