ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কেন্দ্রীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ মে) সকাল ১০টায় সদরপুর উপজেলা সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে করেন।
সভায় সদরপুর ও চরভদ্রাসন দুটি উপজেলার তাদের স্কুলের ভবন,পাঠদান কক্ষ,শিক্ষক সংসক, নৈশপ্রহরী জটিলতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরবর্তীতে শিক্ষকদের প্রশ্নত্তোরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান। তিনি বলেন, শিক্ষকদের চরভাতা,শতভাগ উপবৃত্তিসহ সকল সমস্যা দূরীকরণ করা হবে। ওই সভায় অতিথি স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফজলুল রহমান বলেন, চরের স্কুলের অবকাঠামোগত উন্নয়ন, ভবন সংস্কার, বিদ্যালয় খেলার মাঠ সংস্কার করে শিক্ষার্থীদের মানোন্নয়ন করা হবে।
আরও বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আলী রেজা। উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।