রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ১৯:৪৯
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত
ছবি: যায়যায়দিন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আনার মিয়া (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার পরিবার আনার মিয়ার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

নিহত আনার মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকি মহল্লার মৃত সওদাগর মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ০৭ বছর আগে মালয়েশিয়ায় যান। তিনি মালয়েশিয়ার মালাকা শহরের ওয়েস্টার্ন ফ্রুটস নামে একটি বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। ২৪ ই এপ্রিল বৃহস্পতিবার রাতের কাজ (নাইট ডিউটি) শেষ করে সাইকেল চালিয়ে তিনি নিজ বাসায় ফিরছিলেন ।

রাস্তা পাড় হওয়ার সময় চলন্ত গাড়ির চাপায় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর ভাবে আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে সরকারি মালেকা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ০৮ দিন চিকিৎসা নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ০১ মে বৃহস্পতিবার রাতে মৃত ঘোষণা করেন। শুক্রবার নিহতের পরিবার মৃত্যুর খবরটি শুনে নিশ্চিত হয়েছেন।

আনার মিয়ার স্ত্রী রোকসানা বেগম জানান, ‘আমার স্বামী এভাবে মারা যাবে আমি কখনো ভাবতেও পারিনি। যদি জানতাম, ওকে বিদেশ যেতে দিতাম না। আমি আমার স্বামীর মুখটা শেষবারের মতো দেখতে চাই’।

নিহতের বন্ধু প্রবাসী নাঈম ইসলাম জানান , ‘সে আমাদের ফ্যাক্টরিতে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। তার অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত। নিহতের লাশ দেশে পাঠানোর জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করছি’।

সাত বছর আগে আনার মিয়া মালয়েশিয়ায় পাড়ি জমান। গত ছয় মাস আগে তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। তিনি দীর্ঘদিন যাবত উক্ত ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। তার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে