রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আপনাদের নেতা হিসেবে নয়, কামলা হিসেবে থাকতে চাই: কায়কোবাদ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ২০:০৮
আপনাদের নেতা হিসেবে নয়, কামলা হিসেবে থাকতে চাই: কায়কোবাদ
ছবি: যায়যায়দিন

বিএনপি ভাইস চেয়ারম্যান এবং সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, সংস্কার জনপ্রতিনিধিদের উপর ছেড়ে দিন। যারা নির্বাচিত হয়ে আসবে তারাই প্রয়োজনীয় সকল সংস্কার করবে।

আপনারা তাদের কাছে পরামর্শ রেখে যান। আপনাদের পরামর্শ সামনে নিয়ে নির্বাচিত সরকার এগুলো পালন করার চেষ্টা করবে।আপনারা দ্রুত নির্বাচন দিন। এই মুহূর্তে দেশের মানুষের একমাত্র প্রত্যাশা জাতীয় নির্বাচন। শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে কায়কোবাদ বলেন, ''আর মাত্র কয়েকদিন যদি আওয়ামীলী সরকার ক্ষমতায় থাকতো আপনাকে অনেকের মত জেলে থাকতে হতো'' এ অবস্থা থেকে আল্লাহ আপনাকে পরিত্রাণ দিয়েছে। আপনি শোকরিয়া আদায় করুন।

কিভাবে গরিব ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করা যায়? কিভাবে এতিমদের ভাগ্য পরিবর্তন করা যায় তার জন্য কি কোন সংস্কার বোর্ড করা হয়েছে?

কায়কোবাদ বলেন, আমি নেতা হিসেবে নয় আপনাদের কামলা হিসেবে থাকতে চাই। আমি অতিতে যেভাবে আপনাদের কামলা ছিলাম সামনেও এভাবে কামলা হয়ে থাকব। জনগণকে একত্রিত থাকতে হবে, যেমন ভাবে স্বৈরাচারকে বিদায় করেছি। তেমনিভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সুন্দর ও সুষ্ঠ একটি নির্বাচন আদায় করে নিতে হবে।

মুরাদনগর উপজেলা বিএনপি আহবায়ক মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ মোস্তাক মিয়া কুমিল্লা উঃ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিবএ এফএম. তারেক মুন্সি, যুগ্ম আহ্বায়ক, সৈয়দ মীর তৌফিক আহমেদ সহ উপজেলা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট নাসির উদ্দিনও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে