রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

শাজাহানপুরে ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১১:৩০
শাজাহানপুরে ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন 
ছবি: যায়যায়দিন

বগুড়া শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন নয়মাইল বন্দরে ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী।

শনিবার (৩ মে) এই অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।

অনুষ্ঠানে বক্তব্য বলেন, এটি উপজেলার প্রধান বন্দর। এখান থেকে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব পায়। কিন্তু এখানে কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। মহাসড়ক ৪ লেনে উন্নয়নের সময় দুই পাশে ড্রেন নির্মাণের কথা বলা হলেও তা করা হয়নি।

ফলে জলাবদ্ধতার কবলে পরে ব্যবসায়ীরা, এলাকাবাসী ও সমগ্র বন্দর। এজন্য তাদেট ব্যবসা করতে ভীষণ অসুবিধায় পড়তে হয়। তাই অনতিবিলম্বে বন্দরে মহাসড়কের দুই পাশে ড্রেন নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংগঠক আখতারুজ্জামান, ইউপি সদস্য তাজুল ইসলাম, আবুল খায়ের, আড়িয়া ইউনিয়ন জামায়াত নেতা আশরাফুল মান্নান, ইব্রাহিম হোসেন, যুবনেতা রাসেল, ব্যবসায়ী নুর আলম। এছাড়া এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে