রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মির্জাগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১৪:৫১
মির্জাগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি
ছবি: যায়যায়দিন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে জাফর মেম্বারের বসত ঘরে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে।

শনিবার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাফর মেম্বার জানান, পাঁচ থেকে সাতজন মুখোশধারী সশস্ত্র ডাকাত দল গভীর রাতে বাড়িতে হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং আমার ৮ বছরের শিশুর গলায় ছুরি ধরে ও চিকিৎকার করলে মেরে ফেলার হুমকি দেয়। এসময় ডাকাত দল ঘরে থাকা প্রায় 4 ভরি স্বর্ণালঙ্কার, 2 লাখ 85 হাজার টাকা নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শামীম হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে