রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রায়পুরায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার জব্দ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১৫:৩২
রায়পুরায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার জব্দ 
ছবি: যায়যায়দিন

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি চুম্বক ড্রেজার জব্দ করেছে স্থানীয় জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের সরকারি অনুমতি বা লাইসেন্স ছাড়াই চুম্বক প্রযুক্তির ড্রেজার বসিয়ে প্রাকৃতিক পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপথ ধ্বংস করে অবাধে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে নিলক্ষা ইউনিয়নের বাসিন্দারা একত্রিত হয়ে সকালের দিকেই অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করে।

নিলক্ষা গ্রামের বাসিন্দা মো. নাজিম উদ্দীন সরকার (৪৫) বলেন, “প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের অবৈধ কর্মকান্ড বেড়ে যাচ্ছে। এ ধরণের কর্মকান্ড চলতে থাকলে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি নদীভাঙন ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে। আমরা চাই, চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আমাদের কৃষি জমি ক্ষতিগ্রস্ত যাতে না হয়। প্রয়োজনে এলাকাবাসীকে সাথে নিয়ে বালু উত্তোলন বন্ধে আমরা কঠোর হবো, তবুও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না।"

রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, চুম্বক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার আটক করেছে এলাকাবাসী। চেয়ারম্যানের সাথে কথা হয়েছে এবং ড্রেজারটি আটক রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় ড্রেজারের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে