রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উদ্বোধন 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১৬:৩৯
শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উদ্বোধন 
ছবি: যায়যায়দিন

শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ মে) দুপুরে শ্রীবরদী খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রাণী পন্ডিত, খাদ্য গুদাম কর্মকর্তা গুলশানা খাতুন, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, চাল কল মালিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ৯টি চাল কলের বিপরীতে ৪৯টাকা কেজি দরে ৫৫৫.০০০ মে.টন চাল ক্রয় করা হবে। স্থানীয় কৃষক দের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১৪৬৬.০০০ মে. টন ধান ক্রয় করা হবে।

মেসার্স সোলায়মান অটো চাল কলের কাছ থেকে ৩০ মে.টন চাল দিয়ে বোরো সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে