চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী বাজার আবুতোরাব। এ বাজারে ৪০০ দোকানী, দোকান পরিচালনা করে তাদের জীবিকা নির্বাহ করে। তবে তাদের গলার কাটা হয়ে উঠেছে আবুতোরাব বাজারে পানি প্রবাহের একমাত্র খালটি। খালটি সংস্কার করে সঠিক ভাবে পানি প্রবাহের চলমান ঠিক রাখতে এলাকাবাসী জোর দাবি জানায়।
রবিবার (৪ মে) দুপুরে মিরসরাইয়ের আবুতোরাব বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল দখলমুক্ত করতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক ফোরাম, স্থানীয় এলাকাবাসী ও জাতীয়তাবাদী দলের কৃষকদল।
মানবন্ধনে সচেতন নাগরিকরা জানান, প্রত্যেক বছর সামন্য বৃষ্টি হলে হাটু পরিমাণ পানি উঠে ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারে। বিপজ্জনক হয়ে ওঠে পানি চলাচলের খালটি, রাস্তা ও খাল আলাদা করে বোঝার কোন উপায় থাকেনা। বর্ষা মৌসুমে খালে পড়ে অনেক জন আহত ও হয়েছে। চলতি বছর খালটি সংস্কার না করলে আবুতোরাব বাজারের ব্যবসায়ীরাসহ মিরসরাই উপজেলার তিন ইউনিয়নের মানুষ চরম বিপর্যয়ের মুখে পড়বে। তাদের দাবি খালের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি দ্রুত পানি চলাচলের উপযোগী করে তুলতে হবে। উপজেলা প্রশাসন যদি হস্তক্ষেপ না করে, তাহলে তারা আরো কঠোর আন্দোলন করবে।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, আবুতোরাব বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিপন ভুঁইয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা কাইয়ুম খান, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক সাহেদ আহসান, সাবেক ছাত্রনেতা শোয়াইব হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, আবুতোরাব কৈলাশগঞ্জ বাজার উন্নয়ন পরিচালনা কমিটির ক্রীড়া সম্পাদক মো. মুসলিম উদ্দিন, কৃষক দল নেতা নুরুল গনি প্রমুখ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন জানান, খাল খনন কার্যক্রম চলমান। আবুতোরাব বাজারে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যদি সরিয়ে না নেয় তাহলে আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, খাল খনন করবো।