রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আলফাডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
  ০৪ মে ২০২৫, ১৮:১১
আলফাডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
ছবি: প্রতিকী

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তন্ময় খান নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত লিটন খানের একমাত্র ছেলে। রবিবার ৪ মে বেলা তিনটার দিকে উপজেলা সদরের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, তন্ময় খান বাইসাইকেল চালিয়ে স্থানীয় বাদশা তালুকদারের ফসলের জমির মোটরচালিত সেচ পাম্পের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুৎতের আলফাডাঙ্গা অফিসের এজিএম ফাহিম হোসেন ইভান বলেন, ওই গ্রামের বাদশা তালুকদারের সেচ সংযোগের বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। ওই সংযোগে কোন গাফিলতি আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে