সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১৯:৪০
কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে মো. বায়জিদ মিয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর জালালপুর গ্রামে।

মৃত শিশু বায়জিদ উত্তর জালালপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

জানা যায়, দুপুরে হঠাৎ করে বৃষ্টি নেমে এলে উঠান থেকে ধান আনতে যায় বায়জিদের মা । এ সময় বায়জিদ কাঁন্না করতে শুরু করলে মা ছেলেকে লিচু খেতে দিয়ে কান্না থামিয়ে উঠান থেকে ধান ঘরে নিয়ে আসেন। ধান ঘরে এনে ছেলের কাছে গিয়ে দেখে বায়জিদের গলায় লিচুর বিচি আটকে মুখ কালো হয়ে যাচ্ছে। এই অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, শিশুটির গলায় লিচুর বিচি আটকে মৃত্যু হওয়ায় বিষয়টি অত্যান্ত মর্মান্তিক।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ শাহরিয়ার নাদিম জানান, বায়জিদ মিয়া নামে এক শিশুর গলায় লিচুর বিচি আটকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে