সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১২:২২
আপডেট  : ০৫ মে ২০২৫, ১২:২৭
কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুরের কুকরাইলে রায়হান (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ মে) সকালে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাবা বাদল মিয়া জানান, ভোর ৪টার দিকে মুন্না নামের একজন আমাকে ডাকতে যায় এবং বলে আপনার ছেলে কে মেরে ফেললো, আমি খবর শুনে ছুটে আসি এবং আশপাশে খোঁজ করি। খোঁজাখুজির এক পর্যায়ে কুকরাইল গ্রামের একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় তার ছেলে রায়হানের মরদেহ দেখতে পান।

নিহতের স্ত্রী জানান, আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কেঁটে রাখতে বলে। তার কিছুক্ষণ পরে বাড়ীতে এসে কেঁটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়, সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান অবস্থায় ছিল, সে সময় তার সাথে আরও একজন লোক থাকলেও আমি চিনতে পারিনি।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে জখমকৃত রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে। নিহতের নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, নিহত রায়হান নিয়মিত মাদকসেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিল। এছাড়াও সে বহু আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে