পিরোজপুরে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। সোমবার ৫ মে বেলা ১১টা থেকে শুরু হয়ে ২ ঘন্টাব্যাপী কলেজ গেটের সামনে অবস্থিত সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও আলোচনা সভায় কলেজ এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন এর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক আল মানমুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধক্ষ মুজিবুর রহমান বালি (ভারপ্রাপ্ত), সহকারি অধ্যাপক আবু সুফিয়ান, সহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, এডহক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয়রা।
এ সময় শহীদ জিয়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বালী বলেন, কলেজ জাতীয়করণ হওয়ার জন্য যত প্রকার পদ্ধতি প্রয়োজন সবগুলো আমাদের কলেজের থাকা সত্ত্বেও শুধু মাত্র শহীদ জিয়া নামের কারণে বৈষম্য শিকার হয়েছি। ৫ আগষ্টের পরে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রক্রিয়া তার মধ্যে গিয়ে আমরা কলেজের জাতীয়করণের দাবী জানাচ্ছি।
বক্তব্যে শহীদ জিয়া কলেজ এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, নাজিরপুরে সবচেয়ে পুরাতন এ কলেজটি। শুধু মাত্র শহীদ জিয়া নামের কারণে এই কলেজটি জাতীয়করণ থেকে বৈষম্যের শিকার হয়েছে। কলেজটির পাশেই নাম মাত্র একটি কলেজ প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে জাতীয়করণ করা হয়।
বৈষম্য দূর করে অবিলম্বে নাজিরপুর শহীদ জিয়া কলেজটি জাতীয়করণ করার দাবী জানান। এসময় শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী নাজিরপুর শহীদ জিয়া কলেজটি অবিলম্বে জাতীয়করণ করার জন্য কর্তৃপক্ষের কাছে জোড় দাবী জানান। মানব বন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষক, কলেজ পরিচালনা পরিষদ, শিক্ষার্থী ও সর্বণস্তুরের জনগণ।