সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিরামপুরে বোরো মৌসুমের ধান-চাল-গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১৫:৪৯
বিরামপুরে বোরো মৌসুমের ধান-চাল-গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুম- ২০২৫ এর ধান-চাল-গম সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চরকাই এলএসডি গোডাউন চত্বরে কৃষকের থেকে ধান ও মিলারদের থেকে চাল ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।

কৃষক ও মিলারদের নিকট থেকে ধান-চাল ও গম সংগ্রহ আনুষ্ঠানিক অনুষ্ঠানে এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান খন্দকার, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, বিরামপুর প্রেসক্লাব সাংবাদিক ফরিদ হোসেন, আবু তাহের প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন চাতালের মালিক-মিরার, কৃষকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

চরকাই খাদ্যগুদাম কর্মকর্তা ভারপ্রাপ্ত) লুৎফর রহমান খন্দকার জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৬ হাজার ৪ 'শ ৫৯ মেট্রিক টন চাল ৪৯ টাকা কেজি মূল্যে ও ১ হাজার ১শ’ ২০ মেট্রিক টন ধান ৩৬ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে বলে তিনি জানিয়েছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে