বিদ্যালয়ের সভাপতির মারমূখি আচরণ ও অকথ্য ভাষা প্রয়োগের কারণে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঐত্যিবাহী তারাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা সোমবার ০৫ মে সকাল থেকে ক্লাসবর্জন শুরু করেছেন।
বেলা সাড়ে ১০ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত উপজেলা চত্ত্বরে অবস্থান গ্রহন করেন। জানা গেছে, কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বর্তমান এডহক কমিটির সভাপতি কাজী জহির আহমেদ দীর্ঘদিন যাবত বিদ্যালয়টিতে কৌশলে সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন। বর্তমান এডহক কমিটির সভাপতি হিসাবে দ্বায়িত্বও পালন করছেন তিনি।
এ সুযোগে সভাপতি জহির আহমেদ সহকারি প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন বিশ্বাসকে হাত করে অন্যান্য শিক্ষদের সাথে গালিগালাজ দূর্ব্যবহার করতে শুরু করেন।
সেখানেই তিনি ক্ষান্ত হননি। ওই দুই শিক্ষকে প্রকাশ্য সভায় চেয়ার তুলে মারতে উদ্যেত হন। প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অবস্থান নেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক ও উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন।
ওই বিদ্যালয়ের শিক্ষক মো. আ. লতিফ সরদার জানান, সভাপতির বিচার না হওয়া পযর্ন্ত ক্লাস বর্জন চলবে।