ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব -২০২৫ এর ৩য় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫মে) বিকাল ৩টায় মধুখালী কৃষি ব্যাংক শাখায় রেমিট্যান্স উৎসব এর পুরস্কার বিতরণ করা হয়।
কৃষি ব্যাংক মধুখালী শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, কৃষি ব্যাংক প্রধান শাখার আন্তার্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান শাখার ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাঃ আতিকুর রহমান, ফরিদপুর কৃষি ব্যাংকের মূখ্য আঞ্চলিক কার্যালয়ের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুর রশীদ মোল্যা প্রমূখ।
অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব অনুষ্ঠানে লটারির মাধ্যমে বিজয়ী রুপালী আক্তারকে প্রথম পুরুষ্কার ফ্রিজ তুলে দেওয়া হয়। এসময় সর্বমোট ৬১ জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করলে আমরা লটারির মাধ্যমে পুরস্কার বিতরন করছি। এতে করে সরকারের আর্থিক খাতে লাভবান হচ্ছে।