সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সাঁথিয়ায় পুলিশের ভয় দেখিয়ে বিএনপি নেতার চাঁদাবাজি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১৮:০০
সাঁথিয়ায় পুলিশের ভয় দেখিয়ে বিএনপি নেতার চাঁদাবাজি
ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। মোটর সাইকেলের সঠিক কাগজ পত্র না থাকার অভিযোগে স্কুল ছাত্রের নিকট থেকে পুলিশের ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা চাঁদা আদায়। স্কুল ছাত্র ভয়ে বাড়ি ছাড়া।

জানা যায়, গত ২৮ এপ্রিল সোমবার উপজেলার বিষ্ণুপুর গ্রামের ঋষি পাড়ার বাসিন্দা শ্রী ভবেশের ছেলে শ্রী ভরত (১৫) কে বিষ্ণুপুর থেকে আটক করে বিএনপি নেতার সহযোগি রানা।

যুবকের মটরসাইকেলের কাগজপত্র আছে কি না তা সে জানতে চায়। পরে কাগজপত্র নিয়ে ভরত ঘটনাস্থলে পৌঁছালে রানা ভরতকে ও তার মোটরসাইকেল বিএনপির সাঁথিয়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হকের বাড়ির ভতরে ঢুকিয়ে গেট বন্ধ করে দেয়। গেট বন্ধ করে ভুক্তভোগী যুবকের স্বজনদের মোবাইল ফোনে ডেকে আনা হয়। তাদেরকে পুলিশের ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতার সহযোগিরা।

একপর্যায়ে ৪০ হাজার টাকার চুক্তিতে মোটর সাইকেলসহ যুবককে ছেড়ে দিতে রাজি হয় ওই চক্র। ভুক্তভোগী যুবকের বাবা ৩৫ হাজার টাকা বিএনপি নেতার বাড়ি থেকে তার সহযোগি রানাকে দেন। বাঁকী ৫ হাজার টাকা বিএনপি নেতা ইমদাদুল নিজে অন্য সহযোগিকে পর দিন সকালে পরিশোধ করতে বলেন। এতে রাজি হলে ভুক্তভোগী স্কুল ছাত্রকে রাত ১১ টার দিকে ছেড়ে দেন। এমন কি স্কুল ছাত্র ভরতকে দীর্ঘ সময় এলাকার বাইরে থাকতে ও এ বিষয়ে মুখ না খুলতে ভয় দেখানো হয়।

ভয় দেখানোর পর থেকেই ভরত দাস বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।

শ্রী ভরত জানান, এমদাদুলের বাড়িতে আমাকে আটক করে আমার মটরবাইকের কাগজপত্র ছিরে ফেলে চাঁদা আদায় করা হয়।

ভরতের বাবা শ্রী ভবেশ দাস জানান, পুলিশের ভয় দেখিয়ে আমাদের কাছে টাকা চাওয়া হয়। এমদাদুল নেতার বাড়ির ভিতরে মটরবাইক ও আমার ছেলেকে আটক করে রাখে। মটরবাইক চাইনা বললেও তারা আমার ছেলেকে ছেড়ে দেন না। পরে রানার নিকট ৩৫ হাজার ও এমদাদুল নেতার কথায় আরো ৫ হাজার টাকা অন্যকে পরিশোধ করি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, এ সংক্রান্ত কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে