ফেনী সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের পাশে বয়ে চলা ছোট ফেনী নদীর ভাঙ্গন ও মুসাপুর রেগুলেটর পুনঃ নির্মানের দাবীতে ইউনিয়েনের মোল্লা পাড়া কালা মিয়া মাঝি বাড়ি সংলগ্ন উপকূলীয় অঞ্চলে মানববন্ধন করে এলাকার শত শত মানুষ।
সোমবার (৫মে) দুপুরে চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সাইয়েদ সেলিম রেজা, আবুল কালাম কোম্পানি, ছাত্রনেতা রফিকুল ইসলাম সহ ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
প্রসঙ্গত; গত বছরের জুলাই ভারতীয় বাধ ভেংগে সৃষ্ট বন্যায় ফেনী ও নোয়াখালীর মাধখানে বয়ে চলা ছোট ফেনী নদীর উপর নির্মিত মুসাপুর রেগুলেটরটি নদী গর্ভে বিলীন হয়ে যায়।
এরপর থেকে শুরু হয় ভাংগন নদীর দুপাশে দুই জেলার শত শত একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। পাশাপাশি ঘরবাড়ি ছাড়া হয় অনেক পরিবার।