টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক পর্যায়ের ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৬০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার(৫ মে) বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে লাবীব গ্রুপ এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরাব ফজলুর রহমান, মাহমুদুল আলম মনির, মধুমতি ব্যাংক সখীপুর উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মো: জাহিদুল ইসলাম সহ আরো অনেকে।
জানা যায়, মধুমতি ব্যাংক সিএসআর প্রোগ্রামের আওতায় ৪০ টি ও লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে ২০ টি সহ মোট ৬০ টি শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।