লক্ষ্মীপুরের রায়পুরে হাট বাজার (পৌরসভার ১৩টি সহ উপজেলার ২৮ হাটবাজার) থেকে পণ্য উঠানামা ও ইজারার নামে সড়ক ও মহাসড়কের যানবাহন থেকে চাঁদাবাজি বা টোল আদায় করা যাবেনা।
সভায় ইউএনও ইমরান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়পুর সেনা ক্যাম্পে কর্মকর্তা (ক্যাপ্টেন) ইশতিয়াক, এস আই হায়াত উল্যাহ, আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুর রহমান ভুইয়া, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব সফিকুল আলম আলমাস, উপজেলা যুব ফোরামের সভাপতি আবুল কাশেম, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাবারক হোসেন আজাদ, পৌরসভার ব্যবসায়ী সমিতির নেতা মুরাদ হোসেন, ইব্রাহিম হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি আবদুর রব, সমন্বয়ক ওসমান, ইজারাদার মালেক ইসমাইল হাওলাদার, মো. ইব্রাহিম প্রমুখ।
বাজারের ব্যবসায়ী, একাধিক ক্রেতা ও অটোচালকের অভিযোগ, রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী ছোট-বড় ট্রাক, পিকআপ, ট্রলি থেকে এবং পৌরসভার ১৩টিসহ উপজেলার ২৮টি হাট-বাজার ইজারার নামে যানবাহন থেকে টোল আদায় করেছে বলে এই অভিযোগ উঠে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খাঁন বলেন, কয়েকটি পত্রিকায় রায়পুরের হাটবাজার থেকে ইজারার রশীদ দিয়ে যানবাহন থেকে চাঁদা নেয়ার সংবাদ প্রকাশিত হয়, এবিষয়টি সমাধানের জন্য জরুরী ভিত্তিতে সেনা কর্মকর্তা, পুলিশ, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়েছে সরকার নির্ধারিত মূল্যের রশিদ ছাড়া খাজনা তোলা যাবেনা। গুরুত্বপুর্ণস্থানে সাইনবোর্ড ঝুলিয়ে রাখতে হবে। এছাড়া শহর ও বাজারে যানজট নিরসনে ট্রাফিক মোড়সহ যত্রতত্র স্থানে অবৈধভাবে সিএনজি, ফল ও কাঁচামালের ভ্যানগাড়ী রাখা যাবেনা