বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কাজিপুরের ঢেকুরিয়া হাটের বেহাল দশা সংস্কারের দাবি

কাজিপুর (সিরাজগঞ্জ)  প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ১৭:০৯
কাজিপুরের ঢেকুরিয়া হাটের বেহাল দশা সংস্কারের দাবি
ছবি: যায়যায়দিন

দীর্ঘদিন সংস্কারের অভাবে কাজিপুরের ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাটের বেহাল অবস্থায় পরিণত হয়েছে। জরাজীর্ণ অবস্থায় শেডের টিন , লোহা গুলো যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি করবে বলে স্থানীয়রা মনে করছেন।

প্রায় ২৫ বছর আগে ঢেকুরিয়া হাটের উন্নয়নের লক্ষ্যে পুরো হাটে প্রশাসনের পক্ষ থেকে ১২ টি (টিন শেড) স্থাপনা নির্মান করা হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে শেডগুলি পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত হতে থাকে। বর্তমান হাটের ইজারাদার আব্দুল লথিব জানান, হাটে আগত লোকজন টিন, লোহা খসে দুর্ঘটনার আশঙ্কায় ভয়ে - আতঙ্কে বেচাকিনি করে থাকে।

বিশেষ করে আসছে ঝড় -বৃষ্টির মৌসুমে এই দুর্ঘটনার আশঙ্কা আরও বৃদ্ধি পাবে। চলতি বছর হাটের ছয় লক্ষ টাকা ইজারা ডাক হয়েছে । স্থানীয় লোকজন জানান হাটের উন্নয়ন না হলে বা দুর্ঘটনা ঘটলে হাটে ব্যবসায়ীদের আগমন সীমিত হয়ে যাবে, এতে করে হাটের ইজারা ডাক কমে যাবে। স্থানীয় সচেতন মহল হাটের উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে